টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মাথাভাঙা
(ফজল হক মার্কেট) সংলগ্ন এলাকার মুক্তার আহমদের পুত্র আব্দুল আমিন (১৭) সকাল সাড়ে ৮ঘটিকার সময় পানের বরজে কাজ করতে গেলে পাহাড়ি স/ন্ত্রা/সী/রা অ/স্ত্র ঠে/কিয়ে অ/প/হ/র/ণ করে পাহাড়ে নিয়ে গেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।