জামালপুর :প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ২ জনকে গ্রেফতার করা হয়েছে গত রবিবার রাত ১১:০০ দিকে।
গ্রেফতারকৃত ২ জন হলেন- দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম কাজী (৬৫) উপজেলা তাঁতী লীগের সভাপতি সুলতান আহমেদ (৫৪)।
প্রশাসনিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম কাজী ও সুলতান আহমেদ সহ ৬৭ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে। তারই প্রেক্ষিতে দেওয়ানগঞ্জ পৌরসভা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, আমরা এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে
২ জনকে গ্রেফতার করেছি। আমাদের অভিযান চলমান রয়েছে।