হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটে অবৈধ পানি সংযোগের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিসিক। পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া বিল ও বিনা অনুমতিতে নলকূপ স্থাপনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিদ দেবের নেতৃত্বে মেট্রপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট
নগরীর ১৫, ১৬ ও ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে পানির বিভিন্ন অবৈধ সংযোগ ফি ও বকেয়া বিলের নগদ ১ লক্ষ ৯৫ হাজার ৬১৫ টাকা আদায় ও ১টি মটর জব্দ করে মোবাইল কোর্ট।
এসময় সিসিকের তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, আবু সাঈদ সামি, উপ সহকারী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলামসহ সিসিকের কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।