ইমরান সরকার:- ঈদের খুশি ভাগাভাগী করে নিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী সমাজকল্যান সংস্থার পক্ষ থেকে ২শতাধিক অসহায়, দুস্থ মানুষকে দেয়া হলো ঈদ উপহার।
শনিবার(২৯ মার্চ) সকাল ১০ টায় পৌর শহরের ড্রীমল্যান্ড এডুকেশন পার্ক হতে অসহায়,দুস্থ এসব মানুষের মাঝে ঈদের উপহার তুলে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো,উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারী রুহুল আমিন,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,
পৌর জামায়াতের সেক্রেটারী আইনুল হক প্রধান,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক জোবায়ের প্রধান শামীম।
অতিথিবৃন্দ বৈরী হরিণমারী সমাজ কল্যান সংস্থার এমন কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বৈরী হরিণমারী সমাজকল্যান সংস্থার সভাপতি গোলজার সরকার রাজীব।