মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা: আজ শুক্রবার (১লা মার্চ ২০২৪ইং) সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য,তাই আমাদের জন্য আল্লাহ পাক অনেক দোয়া ও মায়া করে এই দুনিয়ায় পাঠিয়েছি,এখনো আমরা দুজন মিলে মিশে অনেক ভালো ভাবে সংসার পরিচালনা করে যাচ্ছি, তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেনো আমাদের সবাইকে ক্ষমা করে দেন,আমিন। দেখতে দেখতে বিবাহিত জীবনের ১৭টি বছর একসাথে পার করে ফেললাম। মনে হচ্ছে যেন এইতো সেদিন দুজনে কবুল বলিলাম। আজ কিছুটা স্মৃতি কাতর হয়ে যাচ্ছি যেন। আমাদের বিয়ের তারিখ টি ছিলো খুব সুন্দর -(১লা মার্চ ২০০৭ইং সাল)
মোঃ আলামিন সরকার ও মোছাঃ মুঞ্জুয়ারা বেগম এর ১৭ বছর পূর্বে ১৮ বছরে চলে আসলাম, ঠিক এই দিনে আমার জীবনের সাথে জড়িয়ে গিয়েছিল আর একটি জীবন। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি পর্যায়ের,দুটির স্বাদ নিয়েছি। বাকিটা পর্যন্ত আমরা দুজন যেন হাতে হাত রেখে চলতে পারি – সবার কাছে দোয়া চাই। আমাদের মেয়ে ও ছেলেকে যেনো আল্লাহ পাক নেক হায়াৎ দেন, আমিন।
আমার এক মেয়ে দুই ছেলে সন্তানের বাবা আমি, সেই সাথে আমাদের জনম দুঃখীনি মা ও বাবাকে আল্লাহ পাক যেনো নেক হায়াৎ দান করেন, আমিন।