মনোয়ার হোসেন সেলিম নীলফামারী জেলা প্রতিনিধি। আজ মাটির মা ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতার চেয়ারম্যান মতিয়ারা মুক্তার জন্মদিন। মাটির মাকে নীলফামারী জেলার মাটির মা ফাউন্ডেশন এর কমিটির পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী জানাই। মাটির মা হৃদয়ের গভীরে জড়িয়ে আছে মাটি ও মানুষের ভালোবাসা। তিনি যেমন কোমল, তেমনি দৃঢ়; যেমন স্নেহময়ী, তেমনি প্রতিবাদী। স্বেচ্ছায় ও শ্রমে কঠোর পরিশ্রমের অধিকারী। তাঁর মননে আছে প্রগাঢ় প্রজ্ঞা, চেতনায় আছে সত্যের সাধনা, কর্মে আছে নিরলস শ্রম। তিনি কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহের এক অনির্বাণ শিখা, যিনি সমাজের অন্যায়-অবিচারকে বিনাশ করতে আপসহীনভাবে লড়ে চলেছেন। তাঁর দৃষ্টি বজ্রের মতো কঠোর, কিন্তু হৃদয় স্নিগ্ধ বারিধারার মতো কোমল। তিনি সেই নদীর মতো,যে নিজের প্রবাহে সকল প্রতিবন্ধকতা ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু তার স্নিগ্ধতা প্রাণের সঞ্চার করে গোটা জনপদে। তার সাহসিকতা কণ্ঠস্বরে রয়েছে এক অনিবার্য যাদু। দেশ ও বিদেশ মিলে রয়েছে তার অনেক সুনাম। অসংখ্য ছেলে মেয়ে আদর ও আদর্শ গড়ে তুলেছেন এই মা। এই মা তোমাকে লাখো সালাম। আজ তাঁর জন্মদিনে হৃদয়ের গভীর থেকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। হে অগ্নিকন্যা, হে মাটির মা, তোমার চলার পথ হোক সুগম ও শান্তিতে ভরে উঠুক সর্বদায় এই কামনা করি। তোমার দীপ্তি ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে অনন্তকাল ধরে। তুমি বেঁচে থাকো শত মানুষের ভীরে হাজারো বছর, অনুপ্রেরণা হয়ে জাগিয়ে তোলো লাখো মানুষের প্রাণ। আবারও তোমাকে নীলফামারী জেলা মাটির মা ফাউন্ডেশন এর কমিটির পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন!