রাওফুল বরাত বাঁধন ঢালী
লালমনিরহাট বিশেষ প্রতিনিধি :
লালমনিরহাট আদিতমারী উপজেলা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে ট্রেনটি আটকিয়ে অবরোধ করেছে স্থানীয় সচেতন জনতা।
মঙ্গলবার (১২ মার্চ) উদ্বোধনের প্রথম দিনের রাতেই আদিতমারী স্টেশনে আধা ঘণ্টা সময় ধরে ট্রেনটি আটকিয়ে বিক্ষোভ করে ক্ষুদ্ধ জনতা। পরে রেলওয়ে বিভাগীয় প্রধান কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায়ের আশ্বাসে আসক্ত করেন পরক্ষণে ক্ষিপ্ত জনতা অবরোধ তুলে নেন।
অবরোধকারীদের দাবি, লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মধ্যে অন্যতম স্টেশনএটি দীর্ঘ দাবির ফসল এটি মোদের, কিন্তু বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি না রেখেই পরিপত্র জারি করা হয়। যাতে উপজেলাবাসীর ভোগান্তি কমবে না। শান্তিদায়ক ভ্রমণ ও উপজেলার কৃষি পণ্য পরিবহনে এই স্টেশনে যাত্রা বিরতির দাবি বরাবর দেশ নেত্রী শেখ হাসিনা বরাবর, আন্দোলনকারীদের দাবি।
এসময়ে তারা রেললাইনে শুয়ে অবরোধ করেণ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ১৬ মিনিট পর্যন্ত অবরোধে সংযুক্ত থাকার পরে রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ক্ষিপ্ত জনতা ।
গতকাল এ নিয়ে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয় সুশীল সমাজ । এছাড়াও বুড়িমারীতে উদ্বোধন শেষে বিকেলে ফেরার পথে রেলওয়ে জিএমের ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে আদিতমারী উপজেলাবাসী, পরে তার যাত্রাবিরতির আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন ক্ষিপ্ত জনতা।
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই স্টেশনে যাত্রা বিরতি না থাকলে আমাদের কোনো উপকারেই আসবে না।
এমনকি আমাদের ভাগে কোনো টিকেট ও থাকবে না। এখানে টিকেট কাটারও সুযোগ থাকবে না। তাই আমরা এসকল সুযোগ চাই। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও শান্তিপূর্ণ আন্দোলন করা হবে।
এবং এর দায় ভার সরকার কেউ নিতে হবে।