স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে এবং নেত্রকোণা পৌরসভার বাস্তবায়নে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ১৯ ফেব্রুয়ারি সোমবার ১২ ঘটিকায় পৌর পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অমর একুশে ফেব্রুয়ারীর আয়োজনের সর্বশেষ প্রস্তুতি অগ্রগতি পরির্দশন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান।
পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী পাকিস্তান সরকার ঘোষিত ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পাক হানাদার পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকে। এছাড়া ১৭ জন ছাত্র যুবক আহত হন। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে উঠে। শোকাবহ এ ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভাষার প্রশ্নে বাঙালির আত্মদানের এই অভূতপূর্ব ঘটনাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারীকে ‘ইন্টারন্যাশনাল মাদার লাঙ্গুয়েজ ডে’ ঘোষনা করায় ইউনেস্কোর ১৯৫টি সদস্য এবং ৯টি সহযোগী সদস্য রাষ্ট্রের ৬ হাজার ৯০৯টি ভাষাভাষী মানুষ যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করছে। প্রতি বছরের ন্যায় এবারও অমর একুশে ফেব্রুয়ারী উদযাপনের প্রস্থতি শেষ পর্যায়ে। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র—২ হেলাল উদ্দিন শেখ, পৌর কাউন্সিলর মোঃ শাকিল ঢালী, সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলন, কনজারভেটিভ ইন্সপেক্টর জহিরুল হক খান টিপু, কর আদায়কারী কামরুল হাসান মামুন, মোঃ রাসেল আহমেদ, মোঃ ওয়ালিউল্লাহ পারভেজ, মোঃ আমিরুল ইসলাম, সৌরভ চৌধুরী ধ্রুব প্রমুখ।