লক্ষ্মীপুর কমলনগর প্রতিনিধি:
লক্ষীপুর জেলা কমলনগর উপজেলায় এক ব্যবসায়ীর গুদামে মিলেছে(২)টন চাল। রবিবার(২০) অক্টোবর দুপুরে (৪)ঘটিকার সময় হাজির হাট বাজারের ফরহাদ ট্রেডার্স নামের এক ব্যবসায়ীর গুদামে ২০০০হাজার কেজির চালের বস্তা পাওয়া যায়। পরে বিষয়টি কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোহাম্মদ রেজা কে অবগত করলে তিনি ঘটনাস্থলে লোক পাঠান ঘটনার থলে আলী হোসেন সিরাজী এসে ঘটনার সত্যতা পান।
এই বিষয়ে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই চাল হাজিরহাট মন্দিরসহ তিনটি মন্দিরের চাল গুদাম থেকে বের করে নিয়ে তাহারা কি করেছে তা আমি জানিনা।
তবে এই বিষয়ে পূজা মন্ডলের সভাপতি নিলন্দু দাস বলেন আমরা কোন পূজার চাল বিক্রি করিনি আমাদের চাল দিয়ে আমরা প্রসাদ খাওয়ানো হয়েছে আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন
চাল ব্যবসায়ী,ফরহাদ ট্রেডার্স ফরহাদ মিয়াকে, পাওয়া যায়নি,তাহার ম্যানেজার মোঃ ইসমাইল, গণমাধ্যম কর্মীকে,বলেন তাহার ঘরে থাকা, (২)মেট্রিক টন চাল,কিনেছেন পূজা মন্ডপ সভাপতি থেকে,চালগুলো আমরা বস্তা চেঞ্জ,করে পুনরায় বিক্রি করি।
এই বিষয়ে উপজেলা ইউনো মহোদয় কে বার বার মোবাইলে এবং কি হোয়াটসঅ্যাপেও পাওয়া যায় নি।