,,,,,,,,স্টাফ রিপোর্টার,,,,,,
পাবনার ঈশ্বরদীতে থানা পুলিশের অভিযানে ৫০০(পাঁচশত)গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন।
ঈশ্বরদী থানা এলাকা মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে পাবনারপুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল জনাব বিপ্লব কুমার গোস্বামী এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ ঈশ্বরদী এর নেতৃত্বে অদ্য বুধবার( ৪ডিসেম্বর) সন্ধ্যা ৬:৫০ মিনিটের সময় এসআই মোঃশরিফুজ্জামান এস আই নুরুল হুদা সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী পৌর এলাকার বট তলাস্থল সাংস্কৃতিক নিকেতনের পিছনে রেল লাইনের পাশে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ মুরাদ (২৮), পিতাঃ মোঃ নান্নু প্রাং, মাতা-সাজেদা বেগম, সাং-অর্জুনপুর, থানা-লালপুর, জেলা নাটোর কে অবৈধ মাদক দ্রব্য ৫০০(পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাজাঁ সহ গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ঈশ্বরদী থানার মামলা নং ০৫, তারিখ ০৪/১২/২০২৪; ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৯(ক) রুজু করা হয়েছে।