স্টাফ রিপোর্টার
মোঃশাহেদুল ইসলমা
আজাদ ( কক্সবাজার) :কক্সবাজার জেলায় টেকনাফ উপজেলায় যেমন মাদক বৃদ্ধি পেয়েছে তেমনি বেড়ে গেছে হত্যা গুমসহ অপরাধ। দিন দিন জনমনে আতংকে দিন পার করছে টেকনাফের সাধারণ মানুষ। কক্সবাজারের উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জন রোহিঙ্গাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) ভোরের দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলো, ক্যাম্প-১৭ এর ১০৪ নম্বর ব্লকের আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)।
বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। তিনি বলেন, উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান,”ভোর সাড়ে চারটার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুষ্কৃতকারী প্রবেশ করে ঐ ব্লকে অস্থায়ীভাবে বসবাসরত আহমদ হোসেন ও তার পরিবারকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বুকে ও গলায় গুলি করলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। পরে আহত অবস্থায় আহমদ হোসেনের মেয়ে আসমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে সে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়।”
মো. ইকবাল জানায়, “প্রাথমিকভাবে জানা যায়, নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত থাকার কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এইরূপ হত্যাকান্ড চালায়। পরবর্তীতে অজ্ঞাত সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস-৪, বি-৭ ব্লক দিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।”