আবু বকার সিদ্দীক হিরা ( খুলনা ব্যুরো প্রধান) খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের, ”ইয়াং” ব্রাদার্স ক্লাব বেদকাশীর অন্যতম সুপ্রসিদ্ধ ক্লাব। ১৯৯০ সালে ক্লাব প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় কয়রা অঞ্চলে হতদরিদ্র ও অসহায় মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিন ক্লাবের কার্যক্রম বন্ধ থাকার পর নতুন ভাবে ১৬/০১/২০২৪ সোমবার সকাল ১০টার সময় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । ক্লাবের সাবেক এবং প্রতিষ্ঠিত সভাপতি সরদার আক্তারুজ্জামান এবং আরো উপস্থিত ছিলেন, সাবেক সেক্রেটারি সরদার জিয়াউর রহমান। কোষাধ্যক্ষ ‘সরদার আবুল বাশার সহ ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য ও উপদেষ্টা মন্ডলী উপস্থিত ছিলেন। ২০২৪ সালের আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন -গাজী আফজাল হোসেন,গাজী জহুরুল ইসলাম (সেক্রেটারি) ,মোশাররফ হোসেন রাতুল (সাংগঠনিক সম্পাদক),মোস্তফা কামাল রাজ (কোষাধ্যক্ষ) তারুণ্যের জয় হোক” শ্লোগানে মুখরিত তারা নতুন ভবাে ক্লাবের কার্যক্রম পরিচালনা করে! সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন।