শেখ সাইদুল আলম সাজু
এই যে কবি এমন একটি ছড়া লিখে দিন
যে ছড়াটি ছোট্ট সোনামণি
মাহমুদুল -মাইমুনা পড়বে রাত-দিন।
যে ছড়াতে থাকবে স্বদেশপ্রীতি
রাসুল প্রেম আর থাকবে খোদাভীতি।
ফুল- ফসল আর স্বদেশ প্রেমের গান
সে ছড়াতে থাকে যেন পাখির কলতান।
ও কবি ভাই একটি ছড়া লিখে দাও
যে ছড়াতে থাকবে পালের নাও।
গগন চূড়ায় মেঘের ভেলা
নদীর তীরে কাশের মেলা
এ ছড়াটি পড়ে ছোট্ট সোনামণি
মাহমুদুল – মাইমুনার কাটবে সারাবেলা