*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
” এসো দেশ বদলাই পৃথিবী বদলাই – এসো পরিচ্ছন্ন নেত্রকোনা গড়ি ” এই শ্লোগান ধারন করে নেত্রকোণা উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভোধন হয়েছে তারুণ্যের উৎসব ২০২৪ ।
৩০ ডিসেম্বর সোমবার সকালে নেত্রকোনা সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর এর নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৪ পালন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোণা সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর । ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এই তারুণ্যের উৎসব অনুষ্ঠানের কর্মসূচি পালিত হবে বলে জানান। পরে সকলে উপজেলা প্রাঙ্গণ থেকে শোভা যাত্রা কুড়পাড় এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন, উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ আশরাফুল কবীর , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবরক হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা সুজিত গোস্বামী,
সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, দৈনিক দেশ বাংলা প্রতিদিনের নেত্রকোনা জেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক ও কবি সৈয়দ সময় , বিআরডিবি কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও শতাধিক শিক্ষার্থীবৃন্দ ।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ আশরাফুল কবীর বলেন , দেশ , জনগণ ও আগামী প্রজন্ম কে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখার স্বার্থে আমাদের সকল কে একসাথে কাজ করতে হবে । বদলে দিয়ে তরুণদের সাথে আমাদের নেত্রকোণা কে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান তিনি । এ সময় দুই জন শিক্ষার্থীও
স্বপ্নের নেত্রকোনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ।