মোঃশাহেদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার ।
ভুক্তভোগী প্রবাসী আব্দুস শুক্কুর সে কক্সবাজার ১ নং ওয়ার্ড় মধ্যম কুতুবদিয়া পাড়ার আবুল কাশেম মাজির ছেলে।
অভিযুক্ত রোজিনা একই এলাকার রিয়াজ আহমদ ইলিয়াসের স্ত্রী।
গত ০২ জুন বৃহস্পতিবার বিকেল ৩ টায় রুজিনার নিজ বাসায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী আব্দুস শুক্কুর জানান,
আমার স্ত্রী এবং আমি ছয় মাস পর সৌদি আরব থেকে দেশে আসি, দেশে আসার পর বাড়িতে পরিবারিক বিষয়ে নিয়ে স্ত্রী সাথে কথা কাঠাকাটি হলে আমর স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। রোজিনা আমার স্ত্রীর ফুফু হওয়ার সুবাদে বেশ কিছুদিন পরে আমার স্ত্রী সাথে মিমাংসা করে দেওয়ার নাম করে রোজিনা কৌশলে আমাকে তার বাড়িতে দাওয়াত দেয়। তার বাড়িতে দাওয়াতে যাওয়ার সময় আমার স্ত্রীর ও বিদেশ থেকে আনা স্বর্ণগুলো নিয়ে যাওয়ার জন্য আমাকে অনুরুধ করে রুজিনা, যার কারনে আমি যাওয়ার সময় স্বর্ণগুলো সাথে নিয়ে যায়। রোজিনার বাড়িতে যাওয়ার পরে বাহির থেকে বাড়ির গেট লক করে দেয় হঠাৎ ৪/৫ জন লোক পূর্বপরিকল্পিতভাবে রোজিনার বাড়ি থেকে বের হয়ে আসে।
রুজিনাসহ তার সহযোগিরা আমাকে এবং আমার বাবাকে প্রচন্ড মারধর করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে আমার সাথে থাকা সাড়ে পাঁচ ভরি স্বর্ণ নগদ ২ লক্ষ টাকা এবং বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক সহ ২ টা ৩৫০ টাকা দামের খালি স্ট্যাম্পে সই নেই।
এখানে শেষ নই পরে খালি স্ট্যাম এবং চেকের ভয় দেখিয়ে দাবি করে ৩০, লক্ষ্য টাকা, দফায় দফায় কল করে আর হুমকি দেয় টাকার জন্য, এক পর্যায়ে আমি রুজিনার কারণে হুমকির ভয়ে জীবন বাচাতে দেশে থাকতে না পেরে আবারও বিদেশে চলে আসি আমি বিদেশে চলে আসাতে রুজিনা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার পরিবারের উপর হামলা করছে দফায় দফায় ।
এখন আমার পরিবার পথে বসার অবস্থা এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী প্রবাসী আব্দুস শুক্কুর প্রত্যেক প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা চেয়ে সুষ্ঠু বিচার এবং শাস্তি দাবি করেন।
ভুক্তভোগী প্রবাসী আব্দুস শুক্কুরের মা জানান আমার ছেলে দেশে এসে সবকিছু হারিয়েছে একটু ভালোভাবে থাকতে পারে নি সন্ত্রাসী রোজিনার কারণে।
রোজিনার অত্যাচারে জীবন বাঁচাতে সবকিছু হারিয়ে চলে যেতে হয়েছে আমার ছেলেকে আমার ছেলেকে না পেয়ে রুজিনা আমাদের উপর হামলা করছে প্রতিনিয়ত।
এখন আমরা পথে বসার অবস্থা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আমি প্রশাসনের কাছে আমার ছেলের এবং আমার পরিবারের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু বিচার চাই।
ঘটনার বিষয়ে অভিযুক্ত রোজিনার সাথে কথা বলে জানা যায়, বিষয়টি অসীকার করে তিনি বলেন, রোজিনা উল্টো প্রবাসী আব্দুস শুক্কুর এর কাছ থেকে আরো ২০ লক্ষ টাকা পাবে বলে দাবি করেন।
ভুক্তভোগীর প্রবাসী আব্দুস শুক্কুরের পরিবার কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দাখিল করেন।