কলমে মোহনা আক্তার ইভা
জনম দিলে,কোলে নিলে
খেললে আমায় নিয়ে কত
আমায় দেখেই মুগ্ধ বিভোর, হয়েছো অবিরত।
করেছি শত ভুল আমি,দিয়েছো করে ক্ষমা
বলিয়াছো সদা হও তুমি, পঙ্গাময় মোর সুশীলা কন্যা।
তুমি হও লক্ষী তুমি গুণে গো সরস্বতী
হও তুমি মস্ত সে এক,বিভবের অধিপতি,
হও তুমি,কর্মে নিপুণ কর্যে বলিয়ান
হউক তোমার বিভব শত,অতুল সম্মান,
যিনি সহ্য করেন কষ্ট শত,তবুও মোরে কষ্ট দেন না
অনেক আপন, কাছে তুমি, তোমাকে খুব ভালোবাসি আমি মা।