নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার থেকে: কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক শুভেচ্ছা জানানা হয় এক বিবৃতির মাধামে।
কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন খোকার দুই ইভেন্টে ২টি স্বর্ণ পদক অর্জন ।১ম চট্টগ্রাম বিভাগীয় সোতাকান কিউকাই কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কক্সবাজার জেলা দলের হয়ে দুই ইভেন্টে ডবল স্বর্ণ পদক অর্জন করেছে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি ছাত্র শাহাদাত হোসেন খোকা । তার পিতার নাম ইমাম হোসেন, মাতা-আরেফা বেগম, গ্রাম-বড়ছড়া, দরিয়া নগর, কক্সবাজার। তার পিতা চট্টগ্রাম ভেটেনারি এন্ড এ্যানিমল সাইন্স ইউনিভার্সিটির, কক্সবাজার শাখার একজন কর্মকর্তা। খোকার সাফল্যের অভিনন্দন জানিয়েছেন কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান সহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। বিগত ১০ ও ১১ জানুয়ারী ২০২৫ইং তারিখে ২ দিন ব্যাপি উক্ত প্রতিযোগিতা রাঙ্গামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক গঠিত জেলা দল স্বর্ণ, রৌপ ও রোঞ্জ সহ ১৫টি পদক অর্জন করে।জেলা দলের কোচ হিসেবে ছিলেন কোচ ইমাম হোসেন ও টিম ম্যানেজার মুন্নি পাল,রেফারি জয়দেব পাল (জয়)।