মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে। নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন এর উচ্চ বিদ্যালয় মাঠের শৃংখলা বজায় রাখতে উচ্চ বিদ্যালয় হোল রুমে গতকাল বিকাল ৫ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যডঃ মোঃ অলিউর রহমান কলাবাড়িয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাবাড়িয়া ইউনিয়ন এর সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান এ্যডঃ মাহামুদুল হাসান কায়েস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ হাসান মোল্লা, মোঃ জামাল মুন্সি, মোঃ সবুর মোল্লা, মোঃ হাফিজ মোল্লা, মোঃ রেজাউল মল্লিক, মোঃ হানেফ তালুকদার, মোঃ মুহাসিন তালুকদার, মোঃ হাসমত তালুকদার, মোঃ হুসাইন মোল্লা, মোঃ মান্নান শিকদার, মোঃ ছবর ফকির, সহ অনেকে। বক্তব্যে সবাই বলেন মাঠে খেলাধুলা হবে শৃংখলা বজায় রেখে কোন ভাবে যেন খেলা নিয়ে অশান্তি সৃষ্টি না হয়, সভা পরিচালনা করেন মোঃ রুবেল মোল্লা। সভা শেষে একটি কমিটি গঠন করা হয় , সভাপতি মোঃ কামাল মুন্সি, সহ-সভাপতি যথাক্রমে আল- আমিন মোল্লা , মোঃ হেকমত আলী মোল্লা, মনির শিকদার, সাধারণ সম্পাদক মোঃ সাবু শেখ, সহ-সম্পদ মোঃ হাবী মিনা, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লিপু মুন্সি, যুগ্ম সম্পাদক মতিউর মল্লিক, কোষাধ্যক্ষ মনিবুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রিহাদুল মোল্লা, ক্রীড়া সম্পাদক মোঃ জান্নাত শিকদার, দপ্তর সম্পাদক ফারুক মোল্লা, আইটি সম্পাদক হাসিবুর রহমান মল্লিক, সদস্য সচিব রাশেদুল হাসান, সদস্য মোঃ আমানউল্লাহ মৃধা, আজম মোল্লা, আব্দুল কাদের রানা, নাশির মোল্লা, আসলাম শিকদার, মামুন ভূইয়া, শামীম শিকদার, সবুজ মোল্লা, মোস্তাক তালুকদার, আলমগীর মোল্লা, হুসাইন তালুকদার, শেখ ফেরদৌস নওয়াব, প্রদীপ বিশ্বাস, হংস বিশ্বাস, কার্তিক বিশ্বাস। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন যথাক্রমে এ্যডঃ মোঃ এস এম অলিউর রহমান, এ্যডঃ মোঃ মাহামুদুল হাসান কায়েস, স ম আসহাব হোসেন , হাফিজুর রহমান মুন্নু, শেখ সিরাজ উদ্দিন লুডু, মোঃ সবুর মোল্লা, মোঃ জামাল মুন্সি, আবুল হাসান, তালুকদার রাজিউল হক, রিজাউল হোক মল্লিক, হানেফ তালুকদার, মোঃ টুকু মোল্লা, মোঃ বদরুল আলম মিনা, মান্নান শিকদার, ছবর ফকির, হেমায়েত সরদার, মুহাসিন তালুকদার, শেখ আবেদ আলী, শের আলী শেখ হারুন কাজী, শের আলী, মোঃ তজিবর রহমান, আবুল হাসান, মোঃ হাফিজ উদ্দিন রয়েল, মোঃ নওয়াব আলী মোল্লা, আরাফাত মোল্লা, মুরসালিল মোল্লা, হাসমত তালুকদার, শেখ সোহেল, আলম মল্লিক, সোহাগ মোল্লা, মোঃ মামুন মোল্লা, হাফিজুর রহমান বিপ্লব, মোরশেদ মোল্লা, মামুন তালুকদার, ইমরান হাসান রইচ, মোঃ সাফিজুর রহমান, আজগর শেখ, তুহিন শিকদার ও ওহিদুল সিকদার।