মোঃমন্জুরুল আহসান স্টাফ রিপোর্টারঃ-রংপুরের কাউনিয়া উপজেলা আনসার ভিডিপির আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেএসি এপিসি ও আনসার ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী অডিটোরিয়াম হলরুমে আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট এ এইচ এম মেহেদী হাসান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজার রহমান প্রমুখ। এ সময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পিসি,এপিসি ও আনসার ভিডিপির সদস্যদের অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এছাড়া তাদের করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।