মোঃ মন্জুরুল আহসান
কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ‘পাশে আছি’ সামাজিক সহযোগি সংগঠনের কার্যনির্বাহী কমিটির মাসুদ আলম কে সভাপতি এবং আমজাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে উপদেষ্টামন্ডলী ৮ সদস্য এবং ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্তবার (৫ জুলাই) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে পাশে আছি সংগঠনের উপদেষ্টামন্ডলীর সভাপতি ও কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপদেষ্টা মন্ডলী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মেনাজ উদ্দিন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু মো: আহসান সিদ্দিক পল্লব, জুলহাস হোসেন সোহাগ, নবনির্বাচিত সভাপতি মাসুদ আলম, সহ সভাপতি মাহমুদুল হাসান পিন্টু ,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।
জানা গেছে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার গরীব,দুস্থ, অসহায় মানুষদের মধ্যে মানবিক নানা সহায়তা কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে। ‘এ সময় বক্তারা সমাজের নানা মানবিক কাজে নিবেদিত সকল সম্মানিত ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে ‘পাশে আছি’ সামাজিক সংগঠন।