মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়া মোফাজ্জল হোসেন স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা সফি বাজাজের স্বত্বাধিকারী মো: সফিকুল আলম সফির প্রধান পৃষ্টপোষকতায় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃস্হপতিবার বিকেলে কাউনিয়া ফুটবল একাডেমির আয়োজনে ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক,
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিনোভা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, কাউনিয়া থানার অফিসার ইনর্চাজ এস এম শরিফ , শহীদবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক কৃষি কর্মকর্তা ও খেলোয়াড় মোফাজ্জল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহ রাজু, কাউনিয়া ফুটবল একাডেমির সভাপতি আশরাফুল আলম প্রমুখ। খেলায় রুবট রোস্তম একাদশ অনন্দানগর বাছাই একাদশ পীরগাছা পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
পরে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।