মিলন আকতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
বালিয়াডাঙ্গী উপজেলার
“কাদশুকা স্পোর্টস ক্লাবের” উদ্যোগে কেয়া-২ ইট ভাটা মাঠে সন্ধ্যা ৭ ঘটিকার সময় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে । প্রভাষক মোঃ উল্লাহ রায়হান (দুলু) সভাপতি স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ বালিয়াডাঙ্গী শাখা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও শাখা । গেস্ট অফ আনার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখা । এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান প্রিন্সিপাল কালমেঘ ফজলুর রহমান ফাজিল মাদ্রাসা, মোঃ কিবরিয়া সহকারী শিক্ষক সনগাঁও ফটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ হাসান আলী দপ্তর সম্পাদক বালিয়াঙ্গী প্রেসক্লাব, মোঃ আকতার আলী ( মিলন) ক্রীড়া বিষয়ক সম্পাদক বালিয়াডাঙ্গী প্রেসক্লাব প্রমুখ । উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুব আলম(দুলাল) কর্মকর্তা সমাজ সেবা অধিদপ্তর।সার্বিক তত্ত্বাবধানে মোঃ ইশতিয়াক হাসান সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বালিয়াডাঙ্গী উপজেলা শাখা। খেলাটি পরিচালনা করেন মোঃ সবুজ হাসান, মোঃ বায়েজিদ বোস্তামী (বিদ্যুৎ)।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাকিম বলেন -রাসূল (সাঃ)এর যুগেও কিছু খেলা বৈধ ছিল । বৈধ খেলায় আমি অংশগ্রহণ করে তরুণ সমাজের পাশে থাকবার চেষ্টা করি ।
সভাপতির বক্তব্যে উল্লাহ রায়হান ( দুলু) বলেন -খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজ মাদক-আসক্ত থেকে দূরে থাকা সম্ভব । সামাজিক অবক্ষয় যাতে সমাজে না দেখা দেয় তার জন্য যুব সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান ।