আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ প্রতিনিধি। সিলেট -৫ তথা জকিগঞ্জ -কানাইঘাটে নির্বাচনী আমেজ পুরোপুরি জমে উঠেছে। প্রতিদিন উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রার্থীর পক্ষে মিছিল ও সমাবেশ হচ্ছে, সাথে একে অন্যের প্রতি বাড়ছে প্রতিহিংসা। সেই ধারাবাহিকতায় কানাইঘাট বাজারে ট্রাক ও কেতলি পাশাপাশি মিছিল নিয়ে যাওয়ার সময় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে উভয় দলের মধ্যে মারামারি শুরু হয়, এতে ২ জন কেতলি মার্কার সমর্থক আহত হন। খবর শুনে আইনশৃঙ্খলা বাহিনী আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনো এলাকায় টানটান উত্তেজনা কারছে।