আবু বকার সিদ্দীকী হিরা,
(খুলনা ব্যুরো প্রধান)
বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কারা-হেফাজতে মৃত “মিজান”এর পরিবারের পাশে যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
বটিয়াঘাটা উপজেলাধীন ১নং জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সক্রিয় কর্মী কামাল হোসেন ওরফে মিজান নাশকতার মামলায় ৫৩ দিন কারান্তরীন থাকা অবস্থায় গত ০৩/০১/২০২৪ তারিখে বাগেরহাট জেলখানায় মৃত্যু বরণ করে। তিনি স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শোকাহত পরিবারের সাথে দেখা করতে আসেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, রেজাউল করিম পল,মাফুজুর রহমান, জিয়াউর রহমান, বিল্লাহ হোসেন তারেক,ইছাক সরকার, ইবাদুল হক রুবায়েদ, কাজী নেঈবুল হাসান নেঈম, আব্দুল্লাহেল কাফি সখা, আব্দুল আজিজ সুমন,মোঃ জাবির আলী। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমীর এজাজ খান,মনিরুল হাসান বাপ্পি, খান জুলফিকার আলি, মোল্লা খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম জনি,খন্দকার ফারুক হোসেন, আবু বক্কর সিদ্দিকী নিরু, বাহাদুর মুন্সি, আজমল হোসেন লিটন প্রমূখ।