হারুন অর রশীদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব-উল-আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনসুর রহমানসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন। সভায় নববর্ষ উদযাপনকে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।