মো. রাসেল শেখ, (নড়াইল জেলা) প্রতিনিধি।
নড়াইলের কালিয়া প্রবাসী স্বামীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকের দু’টি ফেইক আইডিতে পোষ্ট করার জেরে ওই আইডির বিরুদ্ধে পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৪ জুলাই) ওই গৃহবধূ বাদী হয়ে কালিয়া থানায় সাধারণত ডায়েরি করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের হারুনার রশীদ শেখের ছেলে ওই ইউনিয়নের যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও নাজমুল ইসলামের ছেলে রাসেল মোল্যাকে (৩১) পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে আটক করে। এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধু তার স্বামীর নামীয় আইডিটি চালান। বিগত ৩ এপ্রিল তার প্রবাসী স্বামীর মাধমে জানতে পারেন ওই নামে ফেইক আইডি উক্ত লিংকে প্রবেশ করে দেখতে পান অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা গৃহবধূর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে তার ছবি এডিট করে অশ্লীল ছবি পোষ্ট করেছে। এরপর তারা প্রতিনিয়ত বাজে, নোংরা ও কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে উক্ত ফেসবুক আইডিতে পোস্ট করতে থাকে। পরবর্তীতে ০৯ মে ফেসবুক ব্যবহারকালে ফেসবুক আইডিতে পোস্ট করা তার এডিটকৃত একটি ছবি “সত্যের পথিক” নামীয় অপর ফেক ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে। দেখা যায়,তার ছবির সাথে তার ভগ্নিপতিকে নিয়ে উক্ত ফেসবুক আইডিতে পোষ্ট করেছে। উক্ত দু’টি আইডির এডিট/বিকৃত করা সকল পোস্ট স্কিনশর্ট দিয়ে ফোনে সংরক্ষণ করেন। ওই গৃহবধূ মর্যদাহানিকর, মানসিক নির্যাতন ও প্রতিনিয়ত হেয়প্রতিপন্নসহ নানানভাবে হয়রানির বিষয়ে কালিয়া থানায় একটি সাধারণত ডায়েরি করেন । সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ দুইজন আসামীকে আটক করে। এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ওই আইডির সূত্র ধরে রোববার রাতে ইউনিয়নের মহিষখোলা এলাকা থেকে দু’জনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।