মোঃ মাহফুজুর রহমান নড়াইল থেকে: নড়াইলের নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কালিয়া উপজেলার হল রুমে সুধি সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে কালিয়া উপজেলা প্রশাসন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্বে করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বি এন পির কালিয়া উপজেলার আহবায়ক সরদার আনোয়ার হোসেন ,কালিয়া উপজেলা বি এন পির সদস্য সচিব সম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া উপজেলার ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান, কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ, সাংবাদিক ফসিয়ার রহমান, শহীদ আঃ সালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামাল মাহমুদ, মুক্তি যোদ্ধা, শিক্ষক, জামাতি ইসলামের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আনন্দলনের নেতাসহ অনেকে। প্রধান অতিথি বক্তব্যে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, মাদক মুক্ত নড়াইল, দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত, যে সকল সরকারি চাকরি জিবি আছেন, আগে কি ভাবে চাকুরী করেছেন সেটা জানার দরকার নেই, এখন থেকে দুর্নীতি মুক্ত চাকুরী করতে হবে।