মোঃ মাহফুজুর রহমান নড়াইল থেকে ,, নড়াইলের কালিয়া চাপাইল সড়ক দুর্ঘটনায় মোঃ হাফিজুর রহমান মিনা নামক একজন মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তিনি নিয়মিত রাত দিন যে কোন সময় মোটরসাইকেল টিপ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায়
১১ নভেম্বর ২০২৪ রাত ১২.৩০ মিনিটের সময় মোঃ হাফিজুর রহমান মিনা মোটর সাইকেল চালিয়ে চাপাইলের দিকে যাচ্ছিলেন এক জন পেছান্ডার নিয়ে। পথিমধ্যে যোগানিয়া নামক স্থানে পৌঁছালে তার চোখে ঘুম এসে যায়। ঘুম অবস্থায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে সড়ক এর পাসে বিদ্যুৎ এর খুটির সঙ্গে আঘাত লাগলে তখন হাফিজুর রহমান ছিটকে মাটিতে পড়ে যায়। পেছনে থাকা পেসেন্দার তার কিছু হয়নি । পেসেন্দার তাকে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় ও চোখ ও মুখে মারাত্মক আঘাত লেগেছে বলে কর্মরত চিকিৎসক বলেছেন। সে হাসপাতালে চিকিৎসা অবস্থা রয়েছেন।