ক্রাইম রিপোর্টার মো:জসিম হোসেন:
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির চাপায় মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধু ও ফিরোজ হোসেন (২২) নামের ইজিবাইক দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে। শুক্রবার বেলা ৩টার দিকে মোবারকগঞ্জ সুগার মিলের পাশে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় পৌছালে চিনিকলের আখ পরিবহনের ট্রলিটি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুত্বর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথেতার মৃত্যু হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাসুদ রানা জানান, হাসপাতালে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে। বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলির চাপায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।