কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি।
ঝিনাইদহ কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
কালীগঞ্জ থানার ওসি,
শহিদুল ইসলাম।
বারবাজার হাইওয়ে থানার ওসি, মহসিন হোসেন।
উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় ইউএনও দেদারুল ইসলাম বলেন,
যথাযোগ্য মর্যাদায় দু’টি দিবস পালনে বিগত বছরের ন্যায় সকলকে আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ওইদিনে উপজেলা চত্বরে সরকারী আইনশৃংখলা বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে সালাম ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এছাড়াও
গ্রামীন আঙ্গিকে উপজেলা চত্বরে এক দিনের জন্য বিজয় মেলা আয়োজন সহ মুক্তিযুদ্ধের উপর শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা করার সিদ্ধান্ত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির
যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠু, সদস্য আনোয়ারুল ইসলাম।
দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক।
আলহাজ্ব শহিদুল ইসলাম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল সর্দ্দার, সমন্বয়ক হুসাইন আহম্মেদ ও নুর আলী
কলেজের প্রভাষক মাসুদ সাজ্জাদ প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
গনমাধ্যম কর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।