বিকাল বার্তা ডেক্স :
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ রুদ্রেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন পশ্চিম পার্শ্বে পাক রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি সবুজ রঙের ব্যাটারী চালিত অটোগাড়ী কে থামানোর সংকেত দিলে অটো চালক ১। মোঃ আশরাফুল আলম (৪০),পিতা- মৃত মজিবর রহমান ,সাং- বোতলা ,থানা-কালীগন্জ,জেলা- লালমনিরহাট ঘটনাস্থলে পালানোর চেষ্টা কালে আটক হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে অটোচালক সহ অটো গাড়ীটি তল্লাশীকালে অটোর পিছনের ছিটের নীচে ব্যাটারীর পিছনে পকেট বক্সের মধ্যে ৭৭ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে। ঘটনার সাথে জড়িত ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।