মোঃ মোজাহিদ ইসলাম (সুরুজ): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ফরহাদ (১৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ সোমবার শশান বাজার তেল পাম্পের কাছে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ উপজেলার মন্থনা হাজীপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরহাদ কোচিং করতে বের হলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফরহাদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ওই এলাকায় দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।