ছবি: প্রতিকী
নিজস্ব প্রতিনিধি:
পরিবেশ ও পরিবেশের ক্ষতিসাধন করায় কুড়িগ্রামের ৪টি ইটভাটাকে ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। শুনানি শেষে অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং অভিযুক্ত ইটভাটা প্রতিষ্ঠানগুলোকে সাড়ে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য্য করে।
মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারী) পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী পরিবেশ ও পরিবেশের ক্ষতিসাধনের জন্য সেসব ইটভাটাকে জরিমানা করে।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেপারীহাট নিলুরখামার এলাকার মেসার্স এসবি ব্রিকস (দুই লাখ টাকা), আলেপের তেপাতি এলাকার মেসার্স এসএন ব্রিকস (এক লাখ ৫০ হাজার টাকা), সন্তোষপুরের মেসার্সচএজেপি ব্রিকস (এক লাখ ৪০ হাজার টাকা) ও ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া বেলদহ এলাকার মেসার্স মুন ট্রেডার্সের প্রতিষ্ঠান এলএমবি ব্রিকস (এক লাখ ৬০ হাজার টাকা)।
এব্যাপারে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।