নিজস্ব প্রতিনিধি:
অবৈধভাবে ইটভাটা পরিচালনা রোধে কুড়িগ্রামের জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ইটভাটাকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারী) জেলার নাগেশ্বরী উপজেলার বল্লভপুর ও ব্যাপারীহাট এলাকায় দুটি ইটভাটায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন—পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে উপজেলার বল্লভপুরের মালডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স এমএইচটি ব্রিকসকে ৫ লাখ টাকা ও ব্যাপারীহাটের নিলুর খামার এলাকায় অবস্থিত মেসার্স ডিএ ব্রিকসকে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম দায়িত্ব পালন করেন। এসময় কুড়িগ্রাম সদর থানা পুলিশের একদল সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
বায়ু দূষণ নিয়ন্ত্রণে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।