রুবিনা আক্তার নিজস্ব প্রতিনিধি:
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অবহিতকরণের লক্ষ্যে কুড়িগ্রামে অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯শে মার্চ) বেলা ১২টায় জেলা পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন—পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।
এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, বায়ুদূষণে নানা রোগে আক্রান্ত হয়ে দেশে প্রতিবছর ৮০ হাজার মানুষ মারা যায়। আর এ-কারণে বছরে জিডিপির ক্ষতি হয় শতকরা ৮ ভাগ। বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ইত্যাদি। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ এ দূষণকারীদের চিহ্নিত, নির্মাণকাজ হতে দূষণ নিয়ন্ত্রণ, যানবাহনের ধোঁয়া হ্রাস, শিল্প স্থাপনা এবং ইটভাটার ধোঁয়া নিয়ন্ত্রণ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আর এসব নির্দেশনা বাস্তবায়ন করা হলে ঢাকা সহ গোটা দেশের বায়ুদূষণ কমে আসবে। তবে এজন্য স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি বায়ুদূষণ রোধ করার জন্য মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবার ভেতর পরিবেশবান্ধব মনোভাব তৈরি করতে হবে।
বায়ুদূষণ প্রতিরোধে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অন্যান্য সংস্থা ও জনগণ সমন্বিত উদ্যোগ নিলে সুফল বয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।