মোঃশাহেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনির বাসিন্দারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন, তানভীর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল রাসেল রবিন, মো. খোকন, মো. রুবেল, মো. আজিজ, রিদুওয়ান হেলালি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আজম কলোনী এলাকার জন্য বিদ্যুৎ সংযোগের দাবি করে আসছেন স্থানীয়রা। কিন্তু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন করেছেন। এই অবস্থায় দ্বীপের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সুবিধা পেলেও এই গ্রামের মানুষ সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এদিকে, উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. সাদাত হোসেন বলেন, আজম কলোনীতে বিদ্যুৎ সংযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।