মোঃ সাইফুল ইসলাম (সুমন) স্টাফ রিপোর্টার :
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, অ্যালার্ম নাই অ্যাসোসিয়েশন, তাজহাট রংপুরের উদ্যোগে গত ২৫/১০/২০২৪ শুক্রবার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ মোঃ বেলাল উদ্দিন, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তাজা রংপুর। বিশেষ অতিথি হিসেবে ,উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃআফতাব হোসেন, অতিরিক্ত পরিচালক (অবসর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর। জনাব এন এম আলমগীর বাদশা, উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান, মুখ্য প্রশিক্ষক,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তাজহাট রংপুর। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃশাহ্ আজিজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, অ্যালামনাই এসোসিয়েশন, তাজহাট রংপুর। পূর্ণমিলনী অনুষ্ঠান উপস্থিত হয় ২০০০ সাল থেকে শুরু করে ২০২৪সাল পর্যন্ত প্রাক্তন ছাত্র/ছাত্রী থেকে নতুন ছাত্র /ছাত্রীরা। বিভিন্ন ব্যাচের সমন্বয়করা প্রধান অতিথি বিশেষ অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন।অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর বন্ধুদের একসঙ্গে পেয়ে অনেক আনন্দ উপভোগ করে তরুণ্য ফিরে পেয়েছে । দিনব্যাপী ফ্রেমবন্দি জ্যাকজমকপূর্ব আয়োজনে উদযাপিত হয় পূর্ণমিলনী অনুষ্ঠান।