মহসিন আলম মুহিন:
এসো সবাই শপথ করি, সিন্ডিকেটে মাথায় মারি,
কিনবো না কেউ তরমুজ, জাগো জনতা আসুক বুঝ।
একশত টাকা পিছ কিনে, হাজার টাকা বেঁচতে চায়!
এসো আজ শপথ করি, যাবো না ওদের দোড় ঘোড়ায়।
তরমুজের মতই যে জিনিসের চালাকি করে দাম বাড়ায়,
কিনবো না মোরা সে সব জিনিস চলবো বিকল্পধারায়।
রোজার আগে মাল্টার কেজি আড়াইশো টাকা ছিলো,
হঠাৎ করে দাম বাড়িয়ে চারশত বিশ টাকা কেজি হলো।
ফাইজলামির একটা সীমা আছে! কষ্ট দেয় রোজার মাসে,
আমরা শুধু দেখিয়ে দেবো, যাবো না কেউ ওদের কাছে।
সংযম আর ধৈর্যের মাসে দেখাও একটু সবুর করে,
মালামাল সব পঁচে গলে পড়ে রবে রাস্তা-গলির ধারে।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ।