দ্বীপক চন্দ্র সরকার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের আজ (৯মে) ছিলো শেষ দিন। বৃহস্পতিবার (৯মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে চূড়ান্ত দাখিলকৃত প্রার্থীর জামানত চালান যাচাই প্রতিবেদন অনুযায়ী চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সহ মোট ১৭ জন রয়েছেন এই তালিকায়। চেয়ারম্যান পদে ছয় জন হলে সালমা আক্তার, মোহাম্মদ মিজানুর রহমান মিজান, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মোঃ নূরুল ইসলাম, নূরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী ও মোঃ হুমায়ুন কবির চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মামুনুল কবির খান, মাওলানা হরুনুর রশিদ খান তালুকদার, মোঃ ইয়ার খান, মোঃ মোতাসিম বিল্লাহ ও মোঃ ইয়াহিয়া খান। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা রোজি, মোছাঃ ফাতেমা বেগম, মোসাঃ মিনা আক্তার, সেলিনা বেগম, সুমি আক্তার ও সৈয়দা স্মৃতি আক্তার শাপলা মনোনয়ন পত্র দাখিল করেন। উল্লেখ্য আগামী ৫ জুন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে এ উপজেলা পরিষদ গঠিত।