স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) উপজেলা নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ঘোষিত ফলাফলে উপজেলা পরিষদের সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ঘোড়া প্রতীকে ৩৭,০৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম জাহাঙ্গীর চৌধুরী কাপ—পিরিচ প্রতীকে পেয়েছেন ২৮,৫৫৮ ভোট। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী দোয়াত কলম প্রতীকে ২৫ হাজার ৮৮৫ ভোট, জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তার মোটরসাইকেল প্রতীকে ২৫ হাজার ৪৬৫ ভোট এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান (মিজান) আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৩০ ভোট। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা হারুনুর রশিদ তালুকদার (ফারুকী) ৭৭০৮৯ ভোট জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মামুনুল কবীর খান (হলি) তালা মার্কায় পেয়েছেন ৪২৩৫৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা বেগম (সুমি) ৩৯৬৭৯ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রার্থী মোছাঃ ফাতেমা বেগম পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ২৮৮৫২ ভোট। উল্লেখ্য উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জনসহ মোট ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।