আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
জকিগঞ্জের ৯নং মানিকপুর ইউনিয়নের দরগাহবাহারপুর এলাকার জিয়াপুর জামে মসজিদ প্রাঙ্গণে রবিবার সকাল ১১ ঘটিকার সময় আজিজিয়া হাফিজিয়া নুরানি ও এতিমখানা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে দরগাহবাহারপুর এলাকার জিয়াপুর গ্রামের অসহায় দরিদ্র ও পানিবন্দি শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জুবের আহমদ রাসেল এর পরিচালনায় ত্রাণ কার্যক্রমের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজিয়া হাফিজিয়া নুরানি ও এতিমখানা মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক পীর সাহেব শামিম আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন, ৯নং মানিকপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আওয়ামীলিগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, আজিজিয়া হাফিজিয়া নুরানি ও এতিমানা মাদ্রাসার শিক্ষক হাফিজ এনামুল হক,নিউজ অফ জকিগঞ্জ এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জাকির হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেকে আমার ত্রাণ সামগ্রী বিতরন নিয়ে সমালোচনা করছেন,আমাকে নিয়ে ট্রল করছেন,আমি সমালোচনায় ভিতু নয়।আমার ত্রাণ কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। কেননা আমি কোন পদ-পদবির আশায় এ কাজ করছি না,আমি করছি আমার আল্লাহকে রাজি-খুশি করার জন্য। এখন যেভাবে আমাকে আপনাদের পাশে পাচ্ছেন যে কোন দুর্যোগের সময় পাশে পাবেন ইনশাআল্লাহ।