আবদুর রউফ আশরাফ ॥ বিএনপিসহ অন্যান্য বিরুধী দলের ১৭ বছরের আন্দোলন ও পরবর্তীতে ১ মাসের ছাত্র-জনতার আন্দোলনে হাজারো তাজা প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের ১ মাসের মধ্যে হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ঘটেছে চরম বৈষম্যহীন কান্ড। উপজেলার ৪ পলাতক আওয়ামীলীগ নেতার বিপরীতে খাদ্যবান্ধব ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পদধারী ৪ বিএনপি নেতাকে। প্রকৃত ব্যবসায়ী বাদদিয়ে বিএনপি নেতারা ডিলার হওয়ায় ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে সর্বত্র চলছে সমালোচনার ঝড়।
জানা যায়, বৈষম্য বিরুধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট বানিয়াচং ৯ জন নিহত হওয়ার পর অধিকাংশ আওয়ামীলীগের নেতারা আত্মগোপনে রয়েছেন, এরমধ্যে রয়েছেন ৪ খাদ্যবান্ধব ডিলারও। গত ৫ সেপ্টেম্বর নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান শূন্য ডিলারের বিপরীতে উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সেক্রেটারী প্রার্থী মহিবুর রহমান বাবলু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হাসান রকিকে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি ১৫ সেপ্টেম্বর রোববার পত্রের মাধ্যমে প্রকাশ করে উপজেলা খাদ্য বিভাগ।
ডিলার নিয়োগ প্রকাশের পর বিষয়টি নিয়ে চলেছে তুমুল সমালোচনা। অনেকে বলেন যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে কেউই ব্যবসায়ী না। তারা সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পদধারী নেতা। ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়কারী ইউএনও নিজের চেয়ার ঠিক রাখতে চিনে চিনে বিএনপির নেতাদের ডিলার নিয়োগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ কমিটির এক সদস্য জানান বাছাইকালে ৪জন বিএনপি নেতার নাম ছিলনা। পরবর্তীতে ইউএনও মহুদয় হয়তবা তাদের প্রতি খুশি হয়ে সকলের সাথে সমন্বয় না করেই তালিকা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি, অপরেিদক নিয়োগ কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম জানান, ৩ মাসের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কাগজপত্র, ব্যাংকের সলভেন্সি আছে তাদেরকে সিলেক্ট করা হয়েছে।
খাদ্যবান্ধবে ৪ আ’লীগ নেতাকে বাদদিয়ে
বিএনপি নেতাদের ডিলার নিয়োগ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপিসহ অন্যান্য বিরুধী দলের ১৭ বছরের আন্দোলন ও পরবর্তীতে ১ মাসের ছাত্র-জনতার আন্দোলনে হাজারো তাজা প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের ১ মাসের মধ্যে হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ঘটেছে চরম বৈষম্যহীন কান্ড। উপজেলার ৪ পলাতক আওয়ামীলীগ নেতার বিপরীতে খাদ্যবান্ধব ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পদধারী ৪ বিএনপি নেতাকে। প্রকৃত ব্যবসায়ী বাদদিয়ে বিএনপি নেতারা ডিলার হওয়ায় ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে সর্বত্র চলছে সমালোচনার ঝড়।
জানা যায়, বৈষম্য বিরুধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট বানিয়াচং ৯ জন নিহত হওয়ার পর অধিকাংশ আওয়ামীলীগের নেতারা আত্মগোপনে রয়েছেন, এরমধ্যে রয়েছেন ৪ খাদ্যবান্ধব ডিলারও। গত ৫ সেপ্টেম্বর নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান শূন্য ডিলারের বিপরীতে উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সেক্রেটারী প্রার্থী মহিবুর রহমান বাবলু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হাসান রকিকে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি ১৫ সেপ্টেম্বর রোববার পত্রের মাধ্যমে প্রকাশ করে উপজেলা খাদ্য বিভাগ।
ডিলার নিয়োগ প্রকাশের পর বিষয়টি নিয়ে চলেছে তুমুল সমালোচনা। অনেকে বলেন যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে কেউই ব্যবসায়ী না। তারা সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পদধারী নেতা। ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়কারী ইউএনও নিজের চেয়ার ঠিক রাখতে চিনে চিনে বিএনপির নেতাদের ডিলার নিয়োগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ কমিটির এক সদস্য জানান বাছাইকালে ৪জন বিএনপি নেতার নাম ছিলনা। পরবর্তীতে ইউএনও মহুদয় হয়তবা তাদের প্রতি খুশি হয়ে সকলের সাথে সমন্বয় না করেই তালিকা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি, অপরেিদক নিয়োগ কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম জানান, ৩ মাসের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কাগজপত্র, ব্যাংকের সলভেন্সি আছে তাদেরকে সিলেক্ট করা হয়েছে।