রাসেল মাহমুদের ছবিতে ইমরান সরকার এর রিপোর্ট:- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫ ইং পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ মাঠে বেলা ৩ টায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম চান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম চৌধুরী(মঞ্জু)। এ ছাড়াও কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয়।
উক্ত সম্মেলনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মোঃ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ও গাইবান্ধা-৩ পলাশবাড়ী – সাদুল্যাপুর আসনের জামায়াত মনোনীত পদ-প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুন্নবী প্রধান, সেক্রেটারি আবুল হাসান মোঃ নয়া মিয়া, সহ-সভাপতি পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান- আবু বক্কর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা সাখাওয়াত হোসেন।