মো: রহমত ঊল্লাহ স্টাফ রিপোর্টার: পৌষ পেরিয়ে মাঘের কাক ডাকা ভোর। আবহাওয়া অফিসের তথ্য মতে রংপুর জেলার গংগাচড়া উপজেলার চারিদিকে তখন তাপমাত্রার ৮.৫ ডিগ্রি সেলসিয়াসের নিষ্ঠুর রাজত্ব, হিম কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু প্রকৃতি- স্থবির জনজীবন। এমন বিরূপ আবহাওয়ার সাথে পাঞ্জা দিয়ে পরিবারের মুখে দু-মুঠো অন্ন জোগাতে মাঠে নেমেছে নিম্ন আয়ের শ্রমজীবী হতদরিদ্র মানুষগুলো। এতো সকালে ঠান্ডার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে কেন কাজ করছেন এমনটি জানতে চাইলে চোখ তুলে তাকান এ প্রতিবেদকের দিকে। রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম ওয়ার্ড এর রেজাউল করিম (পেচু) হালকা শীতের পোশাকে দুচোখের চোখের পাপড়িগুলো তার ঘনকুয়াশায় ভেজা। ইরি চাষের জন্য জমি প্রস্তুত করার সময় একটা হতাশার নিশ্বাস ছেড়ে বললেন- গরিবের কি আর ঠান্ডা-শীত আছে ভাই, গরিবের কপাল আমার, কাজ করলে পেটে ভাত- না করলে নাই! শৈত্যপ্রবাহের এমন বিরূপ প্রকৃতিতে তাদের সাহায্যার্থে সরকারি, বেসরকারি কিংবা সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে তাদের জীবন-জীবিকা একটু স্বস্তির হতো বলে জানিয়েছেন স্থানীয়রা।