বিশেষ প্রতিনিধি
আব্দুস সালাম মিন্টু:
গাইবান্ধা র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে রিমি যাত্রীবাহী পরিবহনে বিশেষ কৌশলে গাঁজা পাচারকালে, সাড়ে ১৮ কেজি গাঁজা ১বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে গাইবান্ধা র্যাব ১৩,
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মাহমুদ বশির আহমেদ বলেন, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে – একজন লোক রিমি নামক যাত্রীবাহী পরিবহনে কুড়িগ্রাম হইতে ঢাকার দিকে গাঁজা ও ফেন্সিডিল নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে যাইতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ রাত সাড়ে ১১টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বাঁশকাটা নামক এলাকায় উপস্থিত হয়ে চেকপোষ্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে,সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় এরশাদুল হককে হাতেনাতে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে সাড়ে ১৮ কেজি শুকনা গাজা একটি ফেন্সিডিল উদ্ধার করা হয়।আজ সোমবার সকালে এরশাদুল হকের বিরুদ্ধে গাইবান্ধা পলাশবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। এরশাদুল হক কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর ধরঞ্জয়, গ্রামের মৃত কছির উদ্দিন এর ছেলে। গ্রেফতারকৃত মাদক কারবারি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথাস্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদের গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।