বিশেষ প্রতিনিধি:
বন্যার শুরু থেকে গোয়াইনঘাট থানা পুলিশ উপজেলার বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ও ডৌবাড়ী, লেংগুড়া, বিছনাকান্দি, রস্তমপুর, গোয়াইনঘাট সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের বানবাসী মানুষের মধ্যে রান্না করা খাবার ও ত্রান সহায়তা বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার ২২ জুন গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে ডৌবাড়ী ইউনিয়নের লংপুর, হাতিরকান্দি এলাকার চার শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম পিপিএম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, মেহেদী হাসান (ওসি) তদন্ত, এসআই পিংকু, এএসআই হাবিব প্রমুখ।