সোহেল রানা প্রতিনিধি পাইকগাছা খুলনা। ঘূর্ণিঝড় রিমালে সুন্দর বনে গাছপালা ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি, বন্য পশু মারা যায়, পশুদের আশ্রয়স্থল ধ্বংস হয়ে মারা যায় অসংখ্য পশু, সুন্দরবনের ভিতরে নদীর স্রোত, দিশেহারা হয়ে পড়ে বন্যপ্রাণী, ঝড়ের প্রভাবে মারা গিয়েছে হরিণ, প্রতিবছর কিছু অসাধু ব্যক্তি কেটে নিয়ে যাচ্ছে সুন্দরবনের গাছ, সুন্দরবন সাধারণ মানুষের ঝড়ের কবল থেকে রক্ষা করে, এজন্য দক্ষিণ অঞ্চলে সুন্দরবনের জন্য রক্ষা পায় দক্ষিণ অঞ্চলের মানুষ, সুন্দরবন থেকে প্রতিবছর মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে অনেক অসহায় পরিবার, সুন্দরবনের পাশ দিয়ে যে নদী চলে গিয়েছে তা থেকে মাছ ধরে, সংসার চালায় অনেক মৎস্যজীবী, সুন্দরবনকে রক্ষা করার জন্য সরকার নানা ধরনের কর্মসূচি পালন করে, এক কথায় বলা যায় যে সুন্দরবন গরিব অসহায় মানুষের জন্য একটি কর্মসংস্থান, এই বন রক্ষা করা সকলে দায়িত্ব,