মোঃ আরফাতুল ইসলাম সানি কক্সবাজার -১প্রতিবিধি: সোমবার (২০ জানুয়ারি (১২টায় চকরিয়া শহরের শপিং সেন্টার ইউনাইটেড শপিং সেন্টার সংলগ্ন আল্লামা শাহ আহমদ শফি (রাঃ)ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত
A+প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আদর্শ নুরানী বোর্ডের চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া মেহেরিয়া মাদরাসার পলিচালক আনাস মাদানী,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এহয়াউল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোজাম্মেল হক,আদর্শ নুরানী বোর্ডের পরিচালক মাওলানা মঈনউদ্দীন রুহি, আদর্শ নুরানী বোর্ডের চকরিয়া শাখার ব্যবস্হপক এস এম মাওলানা ইদ্রিস আহমদ,আদর্শ নুরানী বোর্ডের চকরিয়া উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা ক্বারি নুরুছোলতান।
এই সময় সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন আদর্শ নূরানী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামশুল হক উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা গণ এসময় প্রায় বিভিন্ন উপজেলার
A+প্রাপ্ত কৃতী ৫০জন ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলে প্রধান করেন। তারা হলেন-মোঃ ওয়াছিব হাছান,শহিদুল ইসলাম,তারেকুর রহমান তানবীর,
আব্দুল কাদর,মোবাশ্বির মাহবুব সিয়াম,মোছা: সিদরাতুল মুনতাহা,উম্মে সালমা,মিফতাহুল জন্নাত সামিয়া,তাহিয়া জন্নালত,মুনতাজির নুর নিহাত,
ইশান মাহমূদ ফাহাদ,রবিউল হাসান,ফাতিমা জন্নাত,জমিলা জন্নাত,জন্নাতুল ফেরদৌস রাইছা,
তাসহিয়াত হেলালী তাহিয়া,আসমা আকতার মিম,
মোহাম্মদ রাইয়ান,ফাতেমা ছিদ্দিকা সামিহা,
মো: আওয়াল হোসন,মো: আব্দুল হান্নান,মোছা: ছিদ্রাতুল মুস্তাহা ইয়ামিন,মোছা: সাদিয়া সোলতানা,
মোছা: জুলাইখা জন্নাত ছাবিহা,মো: আব্দুল্লাহ ফিরদাউছ,মো: দিদারুল ইসলাম,মোছা:আবিদা সোলতানা,মোছা: ইশরাত জাহান (ইমা),মো: সাঈদুল ইসলাম,আলভিরা আমায়া,সিদ্রাতুল মুনতাহা জেসি।