মোঃ আরফাতুল ইসলাম সানি চকরিয়া প্রতিবিধি:
ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় মিথ্যা ও বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে অপপ্রচার ও সন্তানদের অপহরণের হুমকি, তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন চকরিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডের বাসিন্দা খতিজা বেগম। মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুর ২ টায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মৃত মোহাম্মদ হাসেমের স্ত্রী বিধবা খতিজা বেগম বলেন গত ২০২৩ সালে রাজিয়া বেগম নামে এক প্রতিবেশীকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা ধার দি
উক্ত টাকার বিপরীতে জামানত স্বরূপ রাজিয়া বেগমের কাছ থেকে একটি এনসিসি ব্যাংক চকরিয়া শাখার এর অনুকুলে তারিখ বিহীন ও স্বাক্ষরিত একটি (৮ লক্ষ ৫০ হাজার টাকার) একটি চেক গ্রহণ করি।
সেই পাওনা টাকা ফেরত চাইলে প্রতিনিয়ত সন্তানদের অপহরণ ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন প্রতিবেশী রাজিয়া বেগম, এই নিয়ে আমি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে রাজিয়া বেগমের নামে একটি চেক প্রতারণা মামলা দায়ের করি, এতে কিপ্ত হয়ে সেই আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে অপপ্রচার ও মিথ্যে মানববন্ধন করে তার বিরুদ্ধে দায়ের কৃত মামলা আপোষ করার জন্য বিভিন্ন পাঁইতারা চালাচ্ছে।
ভুক্তভোগী খতিজা বেগম আরো বলেন আজ ১৫ দিন ধরে আমার সন্তানরা স্কুল কলেজে যেথে পারছে না, অভিযুক্ত রাজিয়া বেগম, আমার ছেলে সন্তানদের লাঞ্ছিত ও অপহরণ করে আমার কাছ থেকে মুক্তিপণ দাবি করবে ও বাসায় তালাবদ্ধ করে আগুন লগিয়ে দিবে, প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন রাজিয়া বেগম।
এই মিথ্যা বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে অপপ্রচার ও মিথ্যে মানববন্ধন, সুস্থ তদন্ত পূর্বক ও জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের নিকট সুস্থ বিচারের দাবি জানান ভুক্তভোগী খতিজা বেগম।