বিশেষ প্রতিনিধিঃ কাউছার আলম।
কোরবানিকে সামনে রেখে চট্টগ্রামে লোহাগাড়া পদুয়া একমাত্র গরুর হাট পদুয়া হাইস্কুল মাঠে জমে উঠেছে। এবারের কোরবানি ঈদে দেশীয় পাহাড়ি গরুর কদর একটু বেশি। যার ফলে পশুরহাটে পাহাড়ি গরুর দামও একটু বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। দূর-দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতাদের আগমনে সরগরম হয়ে উঠেছে এই পশুর হাট।
বিক্রেতা জানান, এই গরুর হাটে বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি বিভিন্ন জাতের গরু আনা হয়েছে। এই হাটে বিক্রির জন্য বড় বড় ট্রাকে করে পশু নিয়ে
আসেন ব্যাপারীরা।
তারা আরও বলেন, সারা বছর গ্রামে জঙ্গলে গরু ছেড়ে দিয়ে লালন-পালন করা হয়। পশুরা প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস, লতাপাতা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে থাকে। এদের কোন প্রকার স্বাস্থ্যের জন্য কৃত্তিম ইনজেকশন প্রয়োগ করা হয়না। তাই গ্রাম ও পাহাড়ের গরুর দাম একটু বেশি। তারা আরো জানান, দাম বেশী হলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে পাহাড়ী গরু। বিশেষ করে এই পাহাড়িও গ্রামের গরুর কদর দেশজুড়ে রয়েছে।
চট্টগ্রাম থেকে গরু নিতে আসা বেশ কয়েকজন ক্রেতা বলেন, এই বাজারে যেসব গরু আনা হয় তা পাহাড় থেকে, গরুগুলো অনেক ভালো। এসব গরু প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস ও লতাপাতা ছাড়া কিছুই খায়না। তাই পাহাড়ি গরুর প্রতি ক্রেতাদের চাহিদা অনেকটা বেশি।
তবে কিছু ক্রেতা হতাশ হয়ে বলেন, বাজারে গরুর দাম অনেক চড়া তাই অনেকেই গরু না কিনে চলে যাচ্ছেন। দাম একটু কমলে গরু বিক্রয় আরও বাড়বে বলে তারা জানান।
এই হাটে অনেক বড় বড় গরু উঠেছে।
তবে আগামি রবিবার ও এই স্কুল মাঠে পশুর হাট বসবে বলেছেন পশুর হাট পরিচালনা কৃতপক্ষ।